তোমার কাল ঘুম
তোমার কাল ঘুম
তুমি কি সেই কূম্ভকর্ণ?
ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও সারারাত!
আমি তোমাকে নাড়া দিতেই,
দুলে উঠলো নকশাখচিত সেগুনের খাট
যাকে তুমি রাতের সঙ্গী মনে করো,
রাতের মিতালী তার সাথে তোমার দীর্ঘদিনের
জানতাম, পৃথিবীসুদ্ধ নড়ে ওঠলেও
ভাঙ্গবেনা তোমার কালঘুম!
নড়বেনা চোখের ওপর স্থির হয়ে বসে থাকে ঘুমের পাথর।
কাকে তুমি বেশী ভালোবাসো প্রিয়তম ?
ঘুমকে ? নাকি আমাকে ?
এ কথা বললেই তুমি নিমজ্জিত হও দ্বিধার লবণ সমুদ্রে....
একদিন আমি তোমার দ্বিধাগুলো ,
ভাঙ্গতে চেয়েছি কথার হাতুড়ি দিয়ে
যে ভাবে পথশিশুরা রাস্তার পাশে বসে
ইট ভাঙ্গে দুমুঠো অন্ন কেনার অভিপ্রায়ে !
ঘুম নামক তোমার সেই বিশ্বস্থ সহচরের কাছে ধরা পড়ে
ফিরে আসি আমি,
জানি পরাজিত মানুষের কখনো ঘুম আসেনা
বোধের করোটি ভেদ হয়ে বের হয় চিন্তার বুদবুদ!
চোখ থেকে বেরিয়ে আসে হতাশার কালো ধোঁয়া
কিছু ঘুণপোকা তাকে নিয়ে খেলতে থাকে,
খেলে যায় অবিরাম
তুমি নও, আমিই পরাজিত মানুষের একজন।