STORYMIRROR

Nurul Hoque

Others

2  

Nurul Hoque

Others

সূর্যের বিরহে যে তুমি কাতর !

সূর্যের বিরহে যে তুমি কাতর !

1 min
940

একটু পর.....

সমুদ্রের সুবিশাল পেটের ভেতর,

সূর্যদেব ধীরে ধীরে হবে অস্তগামী---

সুউচ্চ পর্বতশীর্ষে তুমি আর আমি

বসে আছি মৌনতাকে সাক্ষী রেখে,

কেন তুমি রেখেছো ঢেকে?

ইচ্ছার শরীর জুড়ে ফুটে থাকা কামনার

ছোট ছোট পুষ্পকুঁড়ি,

যে মুখে ছিলো কথার ফুলঝুরি

সে মুখ কেন আজ বাকরুদ্ব, স্তব্দ কেন কন্ঠস্বর!

তবে কি সূর্যের বিরহে তুমি কাতর?


নিজকে করেছো সমর্পণ

পাহাড়ের খাঁজে খাঁজে, তোমার দর্পিত মন

উড়ে যেতো অরণ্যের কাছে

আজ সূর্যের বিরহের আঁচে

হয়েছো ক্লান্ত বুঝি

আমি তাই তোমার জন্য একমুঠো প্রশান্তি খুঁজি;

মগ্নতার স্ফটিক স্বচ্ছ সলিলে,

জীবনের কোলাহলে নম্রতার ঝিলে

দেখো,বিরহের রঙ কেমন যেন হয়ে গেছে লাল!

এমন সুবর্ণ বিকাল

জীবনে হয়তো আসিবে না আর,

সম্মুখে সমুদ্র ক্রন্দন ডানে বামে নির্জন পাহাড়...

তুমি আমি বসে আছি সেই পাহাড়ের শিরে,

সন্ধ্যার সড়ক ধরে সব পাখি ফিরে যায় নীড়ে

সুন্দরের বক্ষ ভেদ করে,

জেগে উঠে অন্ধকার উড়ন্ত কলস্বরে

আমরা দুজন ছাড়া চারপাশে ছিলো না তো কেউ

তুমি দেখো অপলক সমুদ্রের লাল লাল ঢেউ!


সবুজের নগ্নতাকে আমি শুধু দেখি

কিন্তু একি!

তোমার চোখে জল, তুমি ভেসে যাচ্ছো অশ্রুজলে---

অতঃপর বলে উঠলে ফিরে যাবো বুঝি জীবনের কোলাহলে।


Rate this content
Log in