সুতো
সুতো

1 min

606
যত দূর যাই, যাব
হাওয়ায় ভাসিয়ে দেব গা
এই ভাবে গেলেই তো পাব মণি-মাণিক্যে ভরা
গুপ্তধনের গুহার মুখ
খেলতে বসলে সাপলুডোর মই
হাসতে হাসতে পৌঁছে যাব
মূল ফটকের ও পারে।
যত দূর যাই, যাব
হাওয়ায় ভাসিয়ে দেব গা
হাত, পা, চোখ, মুখ, কান, মন, প্রাণ
শুধু ভেসে যাওয়ার আগে একবার দেখে নেব
শরীরের কোথাও কোনও সুতো বাঁধা নেই তো!