সুখের সাগরে
সুখের সাগরে


বাস্তবকে উপেক্ষা করে অবচেতন শিশুরা!
সুখের সাগরে উদ্ভাসিত উষ্ণ নবঅনুরাগ,
ওদের অব্যক্ত যন্ত্রণা এখনো শব্দ পায়নি,
মনের উন্মুক্ত দ্বার আজও ডানা মেলে নি!
অবকাশের ছায়ায় দোদুল্যমান রঙিন জীবন।
এখন নিজস্বী ভাবনায় কথাকলির সংহার,
নির্ধারণ কর্তা নকশিকাঁথায় অলীক স্বপ্ন দেখে,
বসন্তের কোকিল ডেকে চলে আপন ইচ্ছায়,
কন্টকাকীর্ণ পথের আভাস ওরা আজও পায়নি,
প্রচলিত মতবিশ্বাসের ঊর্ধ্বে উঠতে যে পারে নি!