STORYMIRROR

Champa Roy

Children Stories Romance

4  

Champa Roy

Children Stories Romance

সুখের ঘর

সুখের ঘর

1 min
237

ব্যঙ্গমার দেশে যাব

মন কেমনের ঘরে

গল্প শুনে ব্যঙ্গমি দের

হৃদয় হরণ করে।


ওদের দেশে পাখির বেশে

মানুষ কথা কয়

অনেক যুগের গল্প তাদের

মনে আলপনা লয়।


সেই দেশেতে লাল, নীল

আর সবুজ সমারোহ

দূরের দেশে কাছের দেশে

অনেক আসে কেহ।


কথা কয় গল্প শোনে

মনের সীমানায়

প্রাণ ভরিয়ে চোখ জুড়িয়ে

আপন হৃদয় মাতায়।


চকমকি ঝকমকি ঝলমলে পাথর

দূরে দূরে সেই পাথরে

জ্বলে ওঠে প্রহর

কত যে তার বহর।


ব্যঙ্গ মারা গান ধরিলে

ব্যঙ্গমীরা নাচে

নীল প্রদীপের নরম আলোয়

মন সুদূরে ভাসে।


আকাশ লাল ঝাঁকে ঝাঁকে

ফুলের মেলা ঝরে

ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী রা

সুখের ঘর যে করে।


Rate this content
Log in