সুদূর জন্মস্থানের ইতিহাসটা
সুদূর জন্মস্থানের ইতিহাসটা


উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রথম দেখেছিলাম পৃথিবীর দুয়ার,
কিন্তু মাত্র ছয়মাসেই বিদায় নিতে হয়েছিল সেই স্থান থেকে,
তাই অনুভূতির সাম্রাজ্যে জন্মস্থানের ভূমিকা বিশেষ টানে না;
জন্মস্থানের নামটি মনে পড়ে শুধু ফর্ম ভর্তির সময় একটিবার!
ক্ষণস্থায়ী জন্মস্থানের ইতিহাসটা অন্য জায়গায় অবস্থিত,
কারণটা বাবার চাকরির সুবাদে অস্থায়ী আবাসস্থল,
রেলের চাকরির সুবাদে বাবার সাথে বিভিন্ন রাজ্যে পরিক্রমা -
মাত্র ছয়মাসেই জন্মস্থান ছেড়ে সুদূর আসামের তিনসুকিয়া পাড়ি দেওয়া -
তবে একটি বিশেষ অধ্যায় আজও গর্বিত ক'রে ঘরে-বাইরে,
"বাঙালির ছেলে আমি, বাংলা আমার অনন্য জন্মভূমি,
বাংলার বাইরে গিয়েও সর্বত্র গর্বিত ও সমুজ্জ্বল আমি।"