STORYMIRROR

Sudip Bag

Others

3  

Sudip Bag

Others

সঞ্চয়

সঞ্চয়

1 min
11.3K


বিন্দু বিন্দু জলকণা সৃষ্টি করে জলরাশি,

দুঃখের অতীত স্মৃতি ফোটায় মুখে হাসি।

সঞ্চয়ী মন থাকলে দেহে ভবিষ্যৎ সুরক্ষিত,

একমুঠো জোনাকি অন্ধকার করে আলোকিত।

পাপ পুণ্যের হিসাব খাতা থাকুক পুরো ভরে,

সঠিক সময় সঠিকভাবে হিসাব নিকাশ করে।

অভ্যাস করো ধৈর্য ধরো আসবে সুখের ক্ষণ,

প্রতিটি মুহূর্ত প্রাপ্ত করো, হোক ক্ষণ চিরন্তন।


একটা জীবন একটা সুযোগ, পূর্ণ করো তাকে,

একটু হলেও জমার খাতায় পূণ্যে ভরো পাপের ফাঁকে।

জীবন শেষে মিলিয়ে দেখো সব হিসেবই সমানুপাতিক,

সুদ আসলে মিলে মিশে জমার হিসেব পৌনঃপুনিক।

অর্থ নয় পুণ্যে ভরো জীবনের সঞ্চয়ী বোকা ভাঁড়,

দেখবে জীবন আনন্দময় জীবনের প্রতিপদে প্রতিবার।



Rate this content
Log in