স্মৃতি
স্মৃতি
হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি
হবে না আর খুনসুটি আর মারামারি ,
হবে না আর খাবার নিয়ে তর্ক কিংবা কাড়াকাড়ি ।
জীবনের রুটিনটা হয়তো এবার একটু যাবে বদলে ,
হবেনা আর মাতামাতি সদলবলে ।
সংসারের সদস্য হয়তো একটা যাবে কমে,
সবাই হয়তো রইবে চুপ , রইবে অনেকটা ঝিমিয়ে ।
সবার মনে জায়গা করে দিচ্ছ তুমি ফাঁকি ,
সারাদিনের ওই ব্যস্ততায় ঐ সময়টায় থাকতো বাকি ।
যে যার নিজের উদ্দেশ্যে ছুটবে নিজের মতো,
তোর মত কেউ হবে না রে আসুক না সে যত ।
সময় বদলে যায় , কত কিছুই হয় উলোট পালোট,
থেকে যায় শুধু ভালোবাসায় মোড়ানো স্মৃতির নম্র ঝালট ।
বন্ধুত্ব মানে রামধনুর সেই সাত রং কখনো অসময়ের বৃষ্টি,
প্রকৃতি যার সৃষ্টি কর্তা , এটা তারই অনাবৃত সৃষ্টি ।
