স্কুলের প্রথমদিন
স্কুলের প্রথমদিন
জানুয়ারির এক আলসে ভোরে
ইউনিফর্মকে গায়ে জড়িয়ে
স্কুলে হাজির হলাম আমি ।
অচেনা ক্লাসরুম , অচেনা বন্ধুত্ব
টিফিন বক্সে পাউরুটি - আমসত্ত্ব
পিঠে নতুন একটা লাল ব্যাগ ।
স্যারের স্নেহের আদরের উষ্ণতা
পাশে বসা বন্ধুর হৃদ্যতা
আমার স্কুলের প্রথমদিনের আমি ।
কিছু পড়া কিছু খেলা
ক্লাস ভরা বেলুনের মেলা
আমার বন্ধুর সাথে আমি ।।