শুধুই নারী বলে
শুধুই নারী বলে


এতদিন নারীদের পর্দানশীন থাকতে হয়েছিল,
পদে পদে বাঁধার সম্মুখীন ঘরেবাইরে,
অশিক্ষার আলোয় মুড়িয়ে রাখার প্রবঞ্চনা,
অবলা নারী বলে দূরে সরিয়ে রাখার চক্রান্ত জগতে।
কোথায় না আজ নারীর সহাবস্থান,
যে কোনো কঠিন কাজে স্বমহিমায়,
না পারার কাজে নেই শুধু পুরুষের নাম!
অসম্ভবকে সম্ভব করতে নারীরই সুনাম।
তবুও বদনামের ভাগিদারী শুধু নারীর ললাটে,
কাজের সূত্রে দেরী হলেই হয়ে যায় মন্দ!
ছেলেবন্ধুর পরিচয়ে হতে হবে চরিত্র মসিলিপ্ত।
বৈষম্যমূলক আচরণ সর্বত্র শুধুই নারী বলে!