STORYMIRROR

Kausik Chakraborty

Others

4  

Kausik Chakraborty

Others

শঙ্খ ঘোষ, তুমি

শঙ্খ ঘোষ, তুমি

1 min
331


তুমি দিয়ে গেছ কিছু রাতবিরেতের নেশা

তুমি ছড়িয়েছ বীজ অরক্ষিতের গায়ে

যত নেশাতুর লোক পায়নি নদীটা হাতে

শুধু মোহনার মতো গুছিয়েছে কবিতায়


শত অন্ধকারেও যতি চিনিয়েছ বলে

কোল পেতেছ, সেখানে সান্ধকালিন ভিড়

শেষে আগুন ফেরালে বিজ্ঞাপনের দিকে

সেই ঢেকে যাওয়া মুখে সরালে সব ফিকির 


তাই লিখে দিলে কিছু শর্তহীনের ভাষা

যদি মণিহার ছেড়ে খুঁজে নিলে গৃহকোণ

তবু শঙ্খবেলায় ধরাও যায় নি মতি

শুধু জমিয়ে রেখেছ পুনর্বাসনে মন


নিঃশ্বাস থেকে যদি জমতো চওড়া ধুলো

সব অস্থির খাতা ঢেকে যেত অক্ষরে

তবু পাঠ হত বুকে আন্দোলনের ভিত

সেই শঙ্খরা দিত মশালে শহর ভরে


এঁকে রাখা গেছে নাকি তোমার প্রতিকৃতি 

ভেঙে গেছে যত মিথ এযাবৎ কিনে আনা

এসে জ্ঞানপীঠ দিলে মহাশ্বেতার পরে

রোজ চকচকে হল যমুনাবতীর ডানা


Rate this content
Log in