Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Srabani Gupta

Tragedy Romance

2  

Srabani Gupta

Tragedy Romance

স্বপ্নিল কে

স্বপ্নিল কে

1 min
420স্বপ্নিল,

তোমার চোখের আগুনে শেষবার জ্বলে উঠেছি যেদিন,

এক ফালি চাঁদ নেমে এসেছিল আমার শোবার ঘরে,

আদুরে বিছানায় ছড়িয়ে ছিল মখমলি আদর|


তুমিদু'হাতের মুঠোয় আমার চোখের পাতাদের রেখেছিল যত্ন করে, জানলার চকমকিতে এঁকেছিলে

প্রেমের শেষ ভাষা, আরও দুমুঠো আদর|


স্বপ্নিল,

জ্যোৎস্না আর জোনাকির আলো এক নয়,

পুড়তে চাওয়া আর পুড়ে যাওয়াও এক নয়,

এক নয় স্তব্ধতার প্রতিটি কারণ|


আজও তাই, 

জোনাকির আলো মাখি রোজ রাতে,

পুড়ে যাই রোজ রাতে অনিচ্ছাতে অভিমানে, 

অথচ দেখো ঠোঁটেরা আজও কেমন শব্দহীন...


Rate this content
Log in