স্বপ্নিল কে
স্বপ্নিল কে


স্বপ্নিল,
তোমার চোখের আগুনে শেষবার জ্বলে উঠেছি যেদিন,
এক ফালি চাঁদ নেমে এসেছিল আমার শোবার ঘরে,
আদুরে বিছানায় ছড়িয়ে ছিল মখমলি আদর|
তুমিদু'হাতের মুঠোয় আমার চোখের পাতাদের রেখেছিল যত্ন করে, জানলার চকমকিতে এঁকেছিলে
প্রেমের শেষ ভাষা, আরও দুমুঠো আদর|
স্বপ্নিল,
জ্যোৎস্না আর জোনাকির আলো এক নয়,
পুড়তে চাওয়া আর পুড়ে যাওয়াও এক নয়,
এক নয় স্তব্ধতার প্রতিটি কারণ|
আজও তাই,
জোনাকির আলো মাখি রোজ রাতে,
পুড়ে যাই রোজ রাতে অনিচ্ছাতে অভিমানে,
অথচ দেখো ঠোঁটেরা আজও কেমন শব্দহীন...