STORYMIRROR

Subrata Nandi

Abstract

2  

Subrata Nandi

Abstract

সবাই কেন অমলকান্তি নয়

সবাই কেন অমলকান্তি নয়

1 min
508


অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল,

সেই সোনালী রোদ্দুর, যেখানে থাকবে না কোনো তির্যক ব্যঙ্গ, 

থাকবে না মুখ ফিরিয়ে নেওয়ার ছলাকলা।

রোদ্দুরের কোনো জাত হয় না, থাকে না কোনো ভেদাভেদ।

রোদ্দুর তো সাম্প্রদায়িকতার কাছে সঁপে দেয়নি মূল্যবোধ!

তার উজ্জ্বলতা দিয়ে সবাইকে আলোকিত করেছে –


রোদ্দুরকে উপেক্ষা ক'রে থাকার ন্যূনতম ধৃষ্টতা বসুন্ধরার আবাসিকদের নেই।

নেই নতুনভাবে রোদ্দুরের প্রাচুর্য পরিমাপ করেনি।


অমলকান্তি বেশি কিছু চায়নি,

চায়নি এই মারপ্যাঁচের সংসারে জড়াতে,

চায়নি উচ্চতার শিখরে পৌঁছাতে,

নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে স্বপ্ন দেখেনি কোনোদিন।

শুধু স্নিগ্ধতার আবেশে অবিন্যস্ত আমিত্বকে উষ্ণীষ করতে চেয়েছিল।

সবাই যদি অমলকান্তির মতো গোবেচারা স্বভাবের হতো?

হয়তো পৃথিবীতে অসংখ্য বিষবৃক্ষের জন্ম হতো না।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract