STORYMIRROR

Atanu Ganguly

Children Stories Fantasy Children

3  

Atanu Ganguly

Children Stories Fantasy Children

রূপকথার গল্প

রূপকথার গল্প

1 min
216

তখন রাত কতো কে জানে, একেবারে নিঝুম, 

দুটি রাজকুমার নিশ্চিন্তে দিচ্ছেছিল ঘুম।

এমনি সময় শোনা যায় কার রুমঝুম, 

চাঁদের কপালে যেনো কে দিয়ে গেলো চুম।


জেগে ওঠে এক ঝটকায়ে দুইজনে, 

"আর তো থাকা যাবে না শুয়ে এই বনে"

আরো তেরো যোজন পথ হাঁটতে হবে একসনে, 

রাক্ষুসী রানী তাদের ডেকেছে নিমন্ত্রণে। 


পার হতে হবে ঘোর জঙ্গল তাড়াতাড়ি, 

পায়ে হেঁটে যাচ্ছে, নেই যে ঘোড়া গাড়ী। 

সামনে নদী আছে ঠিক পাশে তারই।

নৌকো চরে পৌঁছয় রাক্ষুসী রানীর বাড়ি।


গিয়ে দেখে রাক্ষুসী রানী দাঁড়িয়ে থালা হাতে, 

দিয়েছে লোহার কলাই চিবোতে পাতে। 

দুই ভাই সাথে তাই, বুদ্ধির দৌলতে, 

চিবোয় আসল কলাই, রাক্ষুসীর অজানতে।


রাজ্যপাঠ ছাড়খাঁর রাক্ষুসীর অত্যাচারে, 

দুই ভাই এসেছে দিতে শিক্ষা তারে।

খুঁজতে হবে প্রাণ-কলিজা রাখে কোন ঘরে, 

তবেই মুক্তি দেশ, জনগণ আবার হাসতে পারে।


ডুয়ারে উৎসব এলো কুরুক্ষেত্র রূপে সেজে, 

রাক্ষুসীর মৃত্যু ঘন্টা এবার বুঝি উঠলো বেজে।

দুই ভাই একসাথে হাতে নিয়ে প্রাণ কলিজে, 

মরে রাক্ষুসী, দেশে শান্তি আবার বিরাজে।


Rate this content
Log in