রং বদল
রং বদল


পিঁপড়ে কামড়াচ্ছে।
যাকে কামড়াচ্ছে সে টের পেল কি পেল না
আপনি ছুটে এসে তড়পাতে শুরু করে দিলেন।
ধুয়ো বেরোচ্ছে মনে হয়!
সে ধুয়ো মশা তাড়াবার, না রান্নার
না দেখেই আপনি বুক চাপড়াতে বসে পড়লেন---
ক্ষতিপূরণ চাই।
লোকটা বাবুর ঘরে।
উনি ছুটি চাইতে গেছেন, নাকি কোণের ওই ফাঁকা জায়গাটায়
ডালিম গাছ লাগাতে চাইছেন
না বুঝেই, ইয়াব্বড় একটা তালা নিয়ে আপনি কারখানার গেটে হাজির!
বিকট শব্দ।
সে শব্দ গাড়ির টায়ার ফাটার, নাকি পাড়ার টুর্নামেন্ট জেতা বাচ্চাদের উল্লাস
না জেনেই আপনি বললেন--- টেররিস্ট।
পাড়ায় পাড়ায় কাঁটাতারের বেড়া লাগানো হোক।
আপনি পারেন।
খুব সুন্দর অভিনয় করতে পারেন
আর পারেন বলেই আমরা মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকি।
আপনি লাল হয়ে যান
সবুজ হয়ে যান
গেরুয়া হয়ে যান
আপনি সত্যিই পারেন।