রানাঘাটের রাণু
রানাঘাটের রাণু


পথের ধারে ছিলেন বসে গাইতে আপনমনে ,
হঠাৎ তাঁকে ধরলো ঘিরে মানুষ জনে-জনে ।
আঘাত তিনি পেয়েছেন সমাজ থেকেই প্রচুর ,
আজ যদি চেষ্টা করে তাঁর দুঃখ করি গো চুর
তিনি মনে শান্তি পাবেন , ফিরবেন মূলস্রোতে ,
হাসির ফলক ঝুলবে দেখো তাঁর ওই ঠোঁটে ।
কোকিলরূপী পেয়েছে ভারত সম্রাজ্ঞী লতা ,
আজ রাণুর মিষ্টি গলায় ফের উঠছে কথা ।
সুরস্রোত ছুটছে তাঁহার কন্ঠে এদিক ওদিক ,
গাইছেন তিনি, তবু হুঁশ নেই দিগ্বিদিক ।
জীবন তাঁর বদলে দিতে চেষ্টা করেছেন যাঁরা ,
সমাজটাকে নতুন করার দাবি রাখেন তাঁরা।
চাইছি আমি আমরা সবাই ভারতীয় মিলে ,
স্টেশন থেকে আসেন তিনি খুশির মেহফিলে ।