প্রিন্স অফ ক্রিকেট
প্রিন্স অফ ক্রিকেট


বাইশ গজের কর্ম সেরে ফিরছে সে বাড়ি
যেমন কথা তেমনি রাখা খেলাও রকমারি..
সেদিন থেকেই শুরু তার বিশ্ব জয়ের নেশা
বাঁধার উঁচু পাঁচিল ঘিরে চলতে থাকে পেশা।
সৃষ্টি-স্থিতি-প্রলয় নিয়েই যেমন যুগের বাঁক,
তেমনি সৌরভ-বিরাট-ধোনি একের পর এক।
ইংল্যান্ড বা ওয়াংখেড়েতে থাকবে তোমার কথা
ছটা ছয়ের আর্তনাদ আজও যেন রূপকথা।
এমনি ভালো চলছিল বেশ অন এন্ড অফ ফর্ম
হঠাৎ করেই সুখের ছায়ায় বিষাক্ত ক্লোরোফর্ম!
এবার শুরু দ্বিতীয় ইনিংস জীবন জয়ের পালা
সেঞ্চুরি তো মাইলস্টোন এবারও তুমিই সেরা;
আগ্রাসনের ইতিহাসটাই অটুট থাকুক আজ
প্রিন্স অফ ক্রিকেট, সবার প্রিয় যুবরাজ...
'সৌরভ'