প্রেম..
প্রেম..


বৃষ্টিশেষে রামধনু রঙ
সেই যেখানে ছড়িয়ে থাকে,,
সেইখানেতে তোমার ও মন
আমায় ভালবেসে ডাকে...
সেই যেখানে একলা আকাশ
মেঘ আশে অপেক্ষা করে,,
আমিও তখন শ্বেতকরবী
ব্যাকুল এ মন তোমার তরে...
সেইখানে আজ ঘর বেঁধেছি
শর্তবিহীন তুমি আমি,,
দুই আঙুলের নিবিড় ছোঁওয়া
প্রতিমুহূর্ত ভীষণ দামি..
সেই যেখানে মেঘ করেছে
সেই যেখানে বৃষ্টি ঝরে,,
সেইখানেতে বাউল এ মন
দিবারাত্র বেড়ায় ঘুরে...
সেই যেখানে কুসুম কুসুম
অস্তরবির কোমল ছোঁওয়া,,
সেইখানেতে আর কিছু নয়
কেবলমাত্র তোমায় চাওয়া...
সেই যেখানে রোদ বৃষ্টি
পরস্পরে জড়িয়ে আছে
সেইখানেতে আমার স্বত্বা
জড়িয়ে তোমার বুকের কাছে...