STORYMIRROR

Sudip Bag

Others

3  

Sudip Bag

Others

ফাগুন লাগুক মনে

ফাগুন লাগুক মনে

1 min
11.9K

ফাগুন লাগুক বনে বনে, ফাগুন লাগুক প্রাণে,

বন্ধ দুয়ার উন্মোচিত আঁধার মনের কোণে।

আবির রাঙা পলাশ শিমুল রক্তাভ রং মেখে,

দাঁড়িয়ে আছে দুহাত তুলে প্রকৃতির রং দেখে।

সাত বর্ণের রঙের ছটা, বসুধা রঙিন চঞ্চল,

মেঘের কোলে ফাগুন দোলে, রক্তবর্ণ অঞ্চল।

মন পিয়নের বার্তা নিয়ে খুশির সোহাগ ভরে,

মৃদু সমীরণ উল্লসিত শরীরে কাঁপন ধরে।

এক মুঠো রং গন্ধে মাতাল, পাগল সুরের তালে,

সেই নিবিড় ক্ষণ আসবে কখন, লাগবে হওয়া পালে ?

মন বেদনা সরিয়ে রেখে ছন্দে মাতুক হৃদয়,

যতো ক্লেশ যতো দ্বন্দ সবেরই হোক পরাজয়।

হোলির রঙে মাতোয়ারা বৃদ্ধ থেকে বালক,

উৎসবের গন্ধ মেখে উড়ছে রঙিন পালক।

ক্ষণের তরে হলেও পরে ফাগুন লাগুক মনে,

মানবকুল সম্মোহিত হোক আবার প্রকৃতির ধনে।



Rate this content
Log in