পাশ ফেল
পাশ ফেল


এই যে খোকা একটু শোনো বলছি আমি তোমায়,
এই অবেলায় চুপিসারে যাচ্ছ তুমি কোন হেথায়?
ওইদিকে তো রেললাইন, যাচ্ছ নাকি সেই পানে
ক্রসিং পড়ার সময় হলো,ট্রেন ছুটবে এক্ষুনি যে।
কি বললে? সর্বনাশ! যাচ্ছ তুমি গলা দিতে
কারণটা কি? না, ফেল করেছ পরীক্ষাতে?
আচ্ছা তো বেশ যাও ভাই আর আটকাবো না তোমায়
মানব জনম বৃথাই তোমার, জীবন গড়ার খেলায়।
ডিগ্রী কাগজ গ্রেড নম্বর এইতো হল জীবন মানে,
বাকি সবই মিথ্যে হেথায়,তাইতো বলে লোক জনে।
জীবন কত তুচ্ছ যে হয় জানলাম আজ সত্যি করে,
পাশেই জীবন ফেলেই মরণ এইতো নিয়ম জগৎজুড়ে।
তাইতো বলি যাও হে খোকা সময় যে প্রায় এগিয়ে এলো
শুভ কাজে যাচ্ছো যে আর বিলম্ব কত করবে বলো?
তবে যাওয়ার আগে রেলের পারে একটি বারও কি ভাববে না?
ফেলটা আমার আরেকবারও না করলে কি চলছে না?