পারিবারিক মুহূর্তরা
পারিবারিক মুহূর্তরা


মায়ের সুগভীর স্নেহ আর বাবার শীতল ছত্রছায়া,
নিউক্লিয়ার পরিবারেও আত্মীয়তা ষোলো আনা;
এই দুই অন্তর্যামীর হৃদয় উৎসারিত অপার মায়া,
শিয়রে জাগা কত বিনিদ্র রজনীদের আনাগোনা!
রক্তের সম্পর্কের পিছুটানেই পরাজিত বিভাজন,
পারিবারিক যাপনচিত্র জুড়ে সেরা মুহূর্তের ভিড়;
অন্তহীন অভিকর্ষের টানে মনের ঘরেতে উচাটন,
রিক্ত মনের পর্দায় ছবি হয়ে ওঠা স্মৃতিদের নীড়।