STORYMIRROR

Supratik Sen

abstract

2  

Supratik Sen

abstract

নতুন পয়লা বৈশাখ

নতুন পয়লা বৈশাখ

1 min
18.2K


প্রতিবারের মতোই পয়লা বৈশাখ এসেছে

আমাদের এই বাংলায়, আর পাশের বাংলাদেশে।

কিন্তু এ যেন এক নতুন বছর, সত্যি সত্যি নতুন

আজ যেন জলের স্রোতে বাজছে নতুন সুর!

গঙ্গা হেসে বলছে পদ্মাকে,

‘এইবার বুঝি বাঙালিরা

পুরোনো চিন্তা ছেড়ে, নতুন সাজে সেজে

ভেঙে দেবে সব বেড়াজাল পুরোনো কলহবিসর্জন দেবে বুঝি

আমাদেরই বুকে!’


বাংলার যত অরণ্য, পাহাড় পর্বত যত ধূলিকণা বাতাস,

একই মাটির বুকে খুঁজে নেবে আজ তাদের হারিয়ে যাওয়া বিশ্বাস

আজ সত্যি হাসি হাঁসছে আকাশ শোনা যাচ্ছে

পাখিদের কিচিমিচি, কলরব উচ্ছাস ।

আজ সারা বাংলা জুড়ে মিলনের সুরে

আনোন্দোৎসব হচ্ছে প্রতিটি বাঙালির ঘরে।


হ্যাঁ আজ পয়লা বৈশাখ,

একই রবির আলোয় ঝলমল করছে দেখো চারিদিক,

একই রবিগানে গাইছে দেখো বাঙালির আনন্দিত মন,

হয়ে নির্ভীক কেউ পড়ছে পবিত্র কোরান,

কেউ দিচ্ছে উলুধনি, বাজাচ্ছে শাঁখ।

এ যেন এক ভিন্ন পরিবেশ

অনেক দিনের হারিয়ে যাওয়া

পুরোনো বাংলাদেশ।


'ভালোবাসতে ভয় পায়না তারা আর, অনেক দিন ধরে

ভাড়া করা ঝগড়া নিয়ে কেটেছে দিন আর্তনাদ করে বহুকাল,

একই মা কে করেছে কাটাকাটি তার বুকে ঝরিয়েছে রক্ত, চোখে জল

আজ দেখো, সেই জ্বলজ্বলে রাগ কেমন জলাঞ্জলি দিয়েছে অকপটে

একই নদীর স্রোতে আমাদেরই বুকে 'খিলখিলিয়ে বলছে

গঙ্গা তার পদ্মা বোনটিকে 

'ভিজে জল হয়েছে দেখো কেমনবাঙালির সুন্দর, প্রকৃত সুধী মন!'


এ আজ কোন পয়লা বৈশাখ

ভিতরে বাইরে ভাঙছে দেয়াল

এতদিন যা ইচ্ছে হয়ে লুকিয়ে ছিল

সব বাঙালির বুকে

সত্যি হয়ে বেরিয়ে এলো শুভদিনে, আত্মহারা সুখে।

এ যেন এক ভিন্ন পরিবেশ

অনেক দিনের হারিয়ে যাওয়া

পুরোনো বাংলাদেশ।

গাইছে দেখো সব বাঙালি হয়ে আকুল, হতবাক

এতদিনে এলো নতুন পয়লা বৈশাখ।


Rate this content
Log in