STORYMIRROR

Sudip Bag

Others

4  

Sudip Bag

Others

নিঃশ্বাসে বিষ

নিঃশ্বাসে বিষ

1 min
23.2K

কন্ঠ ভরা তীব্র গরল , স্নিগ্ধ নয়ন সজল,

উত্তাপহীন ম্লান মুখে কাঁদছে আঁখি যুগল।

জলেশ্বর বিষে ভরা , মন্দাকিনী বদ্ধ,

প্রভঞ্জন সুস্থ নয় , প্রবাহ তার স্তব্ধ।

আদম ইভের বংশধর সৃষ্টিছাড়া বায়না,

নিত্যনতুন অবসরে তৈরী দুঃখের আয়না।


নির্মল বাতায়ন , স্বচ্ছ নিষ্কলুষ কর্ম,

মনুষ্য জাতি ভুলতে বসেছে মানবতার ধর্ম।


বসুন্ধরা ধুঁকছে ভীষণ ,অন্তরে গভীর অসুখ,

দূষণ ডানায় ভর করে মন খোঁজে সুখের বুক।

অপেক্ষাই দিবারাত্র আসবে কবে সুদিন ,

প্রবাহিণী মুক্ত হবে,বইবে কলঙ্কবিহীন।


বিষের ভারে শত প্রাণ বিলীন হলো শেষে,

মানব, তুমি বুঝবে কবে বিলুপ্তি আসছে ভেসে।

প্রকৃতি আজ অবহেলিত, নিঃশ্বাসে তার বিষ,

প্রয়োজন তার সুস্থতার আর একমুঠো আশীষ।



Rate this content
Log in