নিঃশ্বাসে বিষ
নিঃশ্বাসে বিষ


কন্ঠ ভরা তীব্র গরল , স্নিগ্ধ নয়ন সজল,
উত্তাপহীন ম্লান মুখে কাঁদছে আঁখি যুগল।
জলেশ্বর বিষে ভরা , মন্দাকিনী বদ্ধ,
প্রভঞ্জন সুস্থ নয় , প্রবাহ তার স্তব্ধ।
আদম ইভের বংশধর সৃষ্টিছাড়া বায়না,
নিত্যনতুন অবসরে তৈরী দুঃখের আয়না।
নির্মল বাতায়ন , স্বচ্ছ নিষ্কলুষ কর্ম,
মনুষ্য জাতি ভুলতে বসেছে মানবতার ধর্ম।
বসুন্ধরা ধুঁকছে ভীষণ ,অন্তরে গভীর অসুখ,
দূষণ ডানায় ভর করে মন খোঁজে সুখের বুক।
অপেক্ষাই দিবারাত্র আসবে কবে সুদিন ,
প্রবাহিণী মুক্ত হবে,বইবে কলঙ্কবিহীন।
বিষের ভারে শত প্রাণ বিলীন হলো শেষে,
মানব, তুমি বুঝবে কবে বিলুপ্তি আসছে ভেসে।
প্রকৃতি আজ অবহেলিত, নিঃশ্বাসে তার বিষ,
প্রয়োজন তার সুস্থতার আর একমুঠো আশীষ।