STORYMIRROR

Manjula Acharya

Children Stories Others

3  

Manjula Acharya

Children Stories Others

নদী

নদী

1 min
670

নদী!কোন নামে ডাকি আমি

তটিনী? তরঙ্গিনী? স্রোতস্বিনী? না অন্য কিছু?

অনাদি কাল হতে তুমি সভ্যতার প্রাণ

তুমিই তো গতি ধার, তুমি যে জীবন ।

তুমি তো দেখেছো কত যুদ্ধের বিনাশ

তোমার তটে হয়েছিল জ্ঞানের বিকাশ ।

তুমি যে পাবক ধারা, কখনো চিত্ত চোরা

মাতৃ বক্ষে তুমিই তো অমৃত ধারা। 

বিষ্ণুর নখের কোনায় তুমি, শিবের জাটাধারে তুমি

প্রকৃতির কোলে তুমি অপরূপা, ওগো নিরুপমা

শ্যামল শস্যে ভরা তোমার তট, ফুলে ফলে ভরা

তোমার কোপে মানুষ যে দিশা হারা

কবির কল্পনা তুমি, প্রেমের কবিতা গো তুমি

সঙ্গীতের সুর তুমি, প্রেম পাগলিনী তুমি সাগর সঙ্গমে ।

তুমি শান্তি, তুমি শক্তি তুমি যে প্রীতির পসরা

তোমার পরশে হোক নবজন্ম , জীবনের ধারা ।।



Rate this content
Log in