নদী কূলে একেলা
নদী কূলে একেলা

1 min

349
আমি তোমার ডাকে দিইনি সাড়া
বসে নদী কূলে একা
আমার খেয়া তরী চলে গেছে
আমায় ছেড়ে একা
আমার মন গগনে গেয়ে বেড়ায়
তোমার বিরহ সুরের গাথা
সে যে শুকনো পাতা ঝরে পড়া
শিউলি ফুলের সাথে মেলা
আঁধার রাতে জোনাকি পোকা
জাগায় শুধু মনের ব্যথা
কাহারে লবো, কাহারে দিবো
আমার ক্ষুদ্র ভালোবাসা
হৃদয়েতে রয়ে গেছে মেঘের আড়ালে
নিচ্ছব্দ জোৎস্না
ঊষার আসায় পহর গুণি
থেকে নিরালায়
রবি কিরণ দেবে জানি
সান্তনা একদিন
তাই যে গো বসে আছি
নদী কূলে একেলা ।