STORYMIRROR

Debashis Bhattacharya

Others

1  

Debashis Bhattacharya

Others

নাহি পাই যদি তোমারে

নাহি পাই যদি তোমারে

1 min
386


নাহি পাই যদি তোমারে

জীবন-মরণ আসে আর যায়

আমারে ধরিয়া স্বপন সাজায়

বারে বারে শুধু মোহময় কথা কয়

সে যে অন্ধকারে রাগিণীর আলাপ

পরাজয়ের গ্লানি, কামনা-বাসনা মোহপাশ

যোগায় শুধু জ্বালাময় জীবনে আর্তনাদ

সুখের আসরে দুখের প্রদীপ

জ্বালায়ে রাখি দিবানিশি

করি প্রার্থনা অহর্নিশি

জীবন সায়ংকালে সে যে নিভে যায়

ব্যাথাদীর্ণ করুন হৃদয়ে

ছলনাময়ীর ছলা কহে যায়

কালের কপালে মিটে যায় মোর

ইহকাল পরকাল

তবুও তোমার সাড়া শুনিতে পাই

অনন্তকালের অনন্ত তুমি যে

চেয়েছো বাসা বাঁধিতে হৃদয়ে


Rate this content
Log in