'না' করিস না, হেমন্তী
'না' করিস না, হেমন্তী


ওপাশে কাদের রঙিন বাড়ী
সামনে সাজানো বাগান
আমরা রাস্তায় ঘর সংসার করি
তাও আমি রাজা, তুই রানী
যখন জানি
আমায় ভালোবাসিস ভারি
তোর হাসি আমার সুখ
তোর চোখের জল
আমার কষ্ট এক বুক
তুই তোবড়ানো হাঁড়িতে
চোখে ধোঁয়া ভাত ফোটাস
আর আমার দিকে
কেমন একটা তাকাস
তখন জানি
পৃথিবীতে সুখ আছে এক আকাশ
হেমন্তী, তোর মাথায় এতো ময়লা
সে তো আমার জন্যে
আমার হাত ধরেছিস তাই
তোকে সাজুগুজু দেখতে আমিও চাই
একটা চিরুনি আছে আয়
লাল লাল ফুল পড়েছে গাছ তলায়
লোকে ভিখিরি বলে তো কী
তাও সুযোগ দে
আয় একটু সাজাই তোকে
'না' বলিস না, হেমন্তী
তুই 'না' বললে
আমি ভিখিরি হয়ে যাবো সত্যি সত্যি
'না' করিস না, হেমন্তী!