মৃত্যু মোরে করেছে ভীতো
মৃত্যু মোরে করেছে ভীতো




মৃত্যু মোরে করেছে ভীতো
জনম করেছে দুখী
সুখের স্বপন মরিচীকা শুধু
তাইতো তোমারে মানি
জীবন আমার শুকনো পাতায়
খেয়া তরী বয় দরিয়ায়
রিক্ত-শূন্য-ক্ষিন্ন হৃদয়ে
তোমারি পানে তাকায়
দুঃখের মাঝে পাই স্বর্গ
থাকো যদি মোর পাশে
সুখ তবুও নরক সম
তোমারে না পেলে কাছে
কিভাবে আমি বোঝাবো তোমারে
বাজে তোমা বীনা মোর অন্তরে
সে যে করুন রাগিনী বেহালার ছড়ে
মোম হৃদয়ের স্পন্দনে
জীবন যে মোর নয়কো শুরু
নয়কো মৃত্যু অন্ত
অনন্ত মাঝে করি আনাগোনা
বিদেহী মিলনে পূর্ণ
করি প্রার্থনা বারেবারে শুধু
রেখো নাকো মোরে দূরে
জনমে-জনমে চাই যে তোমারে
বাঁধিতে প্রেমের ডোরে।