Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Moumita Mondal

Classics

2  

Moumita Mondal

Classics

মেয়ের মত..

মেয়ের মত..

1 min
394


দিনের শেষে একলা পায়ে পথ হাঁটি

বাড়ি ফেরার তেমন কোনো নেই যে দায়,

আমায় কেবল সঙ্গ দেয় একলা চাঁদ  

মেয়েমানুষ, তাই ভীষনরকম নিরুপায়... 


ছাদ না থাকা মাথাগুলোই কেবল বোঝে

হঠাৎ করে আঙুল পাবার কি মানে,

হঠাৎ করেই আবার আঙুল হারিয়ে গেলে

সেই মাথারাই আসল কারণ কেবল জানে...


আমার জন্য কারোর ঘরে জায়গা নেই

অথচ আছি সবার মনের ঘর জুড়ে, 

অবৈধ বলে আঙুল তোলে সুখী সমাজ

আমিও তাই দ্রুতপায়ে যাই সরে..


"মেয়ের মত" মেয়েগুলো তাই পাঁজর ভেঙে 

খিলখিলিয়ে ঝর্ণার জল বইয়ে দেয়,

"মেয়ের মত" স্তরেই তারা আটকে থাকে

অবশেষে জলের মতই মিলিয়ে যায়..


আমার আমিও মিলিয়ে যাব এইভাবেই 

বাস্পকণা যেমন মেশে মেঘ-বুকে,

যে হাতগুলো এসেছিল আমার দিকে

সে হাতগুলো ভরে থাকুক বৈধ সুখে....


Rate this content
Log in