মেয়ের মত..
মেয়ের মত..


দিনের শেষে একলা পায়ে পথ হাঁটি
বাড়ি ফেরার তেমন কোনো নেই যে দায়,
আমায় কেবল সঙ্গ দেয় একলা চাঁদ
মেয়েমানুষ, তাই ভীষনরকম নিরুপায়...
ছাদ না থাকা মাথাগুলোই কেবল বোঝে
হঠাৎ করে আঙুল পাবার কি মানে,
হঠাৎ করেই আবার আঙুল হারিয়ে গেলে
সেই মাথারাই আসল কারণ কেবল জানে...
আমার জন্য কারোর ঘরে জায়গা নেই
অথচ আছি সবার মনের ঘর জুড়ে,
অবৈধ বলে আঙুল তোলে সুখী সমাজ
আমিও তাই দ্রুতপায়ে যাই সরে..
"মেয়ের মত" মেয়েগুলো তাই পাঁজর ভেঙে
খিলখিলিয়ে ঝর্ণার জল বইয়ে দেয়,
"মেয়ের মত" স্তরেই তারা আটকে থাকে
অবশেষে জলের মতই মিলিয়ে যায়..
আমার আমিও মিলিয়ে যাব এইভাবেই
বাস্পকণা যেমন মেশে মেঘ-বুকে,
যে হাতগুলো এসেছিল আমার দিকে
সে হাতগুলো ভরে থাকুক বৈধ সুখে....