মাপ
মাপ

1 min

556
কোন দিক থেকে আলো পড়ছে
তার উপর নির্ভর করে ছায়াটা লম্বা হবে, না খাটো।
তোমরা যে যে-ভাবে পারো ওর ছায়া লম্বা করো।
ও যখন থাকবে না
তখন কেউ আর ওর ছায়া দেখে ভাববে না--- লোকটা এত বড় ছিল!
তখন সবাই ওর প্রকৃত মাপটাই শুধু বলাবলি করবে।