মাঝখানে
মাঝখানে


মাঝখানে বাবি থাক, তুমি দেয়ালের দিকে
পড়লে না হয় আমিও পড়ব
খাটের পায়ে তো মাত্র ওই ক'টা ইট
সব ইটই তো মাথা তুলেছে আমাদের মাঝখানে।
কত দিন হয়ে গেল মুঠোতে বকুল এনে
বলি না আর--- গন্ধ শুঁকে দ্যাখো
গলির বাঁকে মিলিয়ে যাওয়ার আগে দেখি
তুমিও দাঁড়িয়ে নেই আগের মতো...
মাঝখানে বাবি থাক, তুমি দেয়ালের দিকে
যত দিন না বাবিকে রং-তুলি দিয়ে বসিয়ে
পাশের ঘরে যাব
চুপিচুপি, তুমি আমি।