মা তুমি
মা তুমি
রূপে গুনে অপরূপা হল আমার মা
মায়ের সাথে কারও যেন হয়না তুলনা
তোমার গায়ের গন্ধ যে মা সবথেকে সেরা
তারই টানে বারে বারে হয় ঘরে ফেরা
হাতের ঐ চুড়ির শব্দে তোমায় অন্ধকারেও বুঝি
আজও মা হাতটি ধুলে তোমার আঁচল খুঁজি
প্রতি সকালে তোমার ডাকে ঘুম থেকে হয় জাগা
রোজ রাতে বলা চাই তোমার, "আস্তে চালা পাখা"
বর্ষায় ছাতা আর শীতের কাঁথার মতো থাকো তুমি সদা
অসুখ যদি আমার হয় তোমার হয় রাত জাগা
বাইরের যত রাগ-দুঃখ তোমার উপরই গিয়ে পড়ে
তবুও মা তুমি কত ভালোবাসো মোরে
বাইরে গেলে যত দুশ্চিন্তা তোমার মাথায় আসে
যতই আমি বোঝায় না কেন তাতে কি বা যায় আসে
সারা দুনিয়ার কাছে আমি যতই বড়ো হই
তোমার কাছে আমি সেই ছোট্টটিই রই
মা তুমি আমার কাছে সেরার সেরা জগত সেরা
তাইতো বলি মা গো তুমিই যে মোর প্রাণভ্রমরা ।
