মা আসুক ঘরে ঘরে
মা আসুক ঘরে ঘরে


মাটিকে করে নেই ছাদ,
আমার উৎসব ক্লান্তি ধুসর।
বিষন্ন ঘুমের অন্তরে মাথা রাখি,
দূরে কোন জীর্ণ কুটির-
প্রিয় জন পথে চেয়ে,
বসে আছে জানি।
এতো আলো তবুও দূর হয় না অন্ধকার,
অপ্রাপ্তির দীর্ঘ তালিকায় নতুন জামাও থাকে।
অর্ধাহার বাঁধতে পারে না,
অকৃত্রিম আনন্দ বন্যা।
ঝলমল উজ্জ্বল আলোক বিন্যাস,
বহু ব্যয়ে দেবী প্রতিমা দেখো,
দৃষ্টি রঞ্জন উল্লাস কলরব।
ঢল ছুটে শত নর নারী শিশুর,
যারা দিয়েছে শ্রম,গড়েছে দেব কুটির অনিন্দ্য অপরূপ,
তাদের খবর কেউ রাখে না।
আনন্দ আসে আমাদেরও ঘরে,
তোমাদের উৎসব শেষ হলে।
যাপন সুখের কিনে নিই পণ্য,
বৃদ্ধ মায়ের জন্য রোগের ওষুধ-
ফুটিফাটা চালের জন্য ট্রিপল প্লাস্টিক।
চাল ডাল আনাজ নিত্য দিনের,
তারপর আবার অপেক্ষা,
আর একটা উৎসবের।
তোমাদের আনন্দে আমাদের আনন্দ,
দুটো পয়সা যে আসে গরীব ঘরে।
অন্তর থেকে বলছি মা আসুক,
প্রতি বছর বাংলার ঘরে ঘরে।