লকডাউন চ্যালেন্জ
লকডাউন চ্যালেন্জ


করোনার একঘেয়েমি
কাটাটে বদ্ধপরিকর আমি ।
দিচ্ছে সবাই চ্যালেন্জ ছুঁড়ে -
করছি রান্না তেডেফুঁডে।
শিখছি আমি রেসিপি দেখে,
মাঝেমধ্যে নিচ্ছি চেখে।
ডালগোনা থেকে সমোসা,
ইউটিউব আজ ভরোসা।
বেড়োচ্ছে রান্নার সুঘ্রাণ,
লালায়িত মোর প্রাণ।
সাজিয়ে করো পরিবেশন,
দেখে সবার ভরবে মন।
মাছ, মাংস,সবজি,
খাও ডুবিয়ে কবজি।
নিত্যনতুন হচ্ছে রান্না,
বাসন ধুতে পায় যে কান্না।
রান্না শুধু করলে হবে!!
ফটো ও যে তার তুলতে হবে।
স্যোশাল মিডিয়ায় দিতে হবে,
দৃশ্যত সবার ভোজন হবে।
সবাই হাততালি আর বাহবা দেবে,
মনটা খুশীতে ভরে যাবে।