কয়লা-হীরে কথোপকথ।
কয়লা-হীরে কথোপকথ।




কয়লা বলে আদর করে
হীরে তুই,
তো আমার জাত ভাই,
তোকে রাখে সযত্নে আঁংটিতে হারে,
আর আমাকে,
চুল্লিতে ইহুদি নিধন করে,
তোর ইচ্ছে করে না,
জঘন্য আচরণের প্রতিবাদ করি?
হীরে বলে, আর একবার যদি ডাকো,
জাত ভাই বলে,
কয়লা, দেবো তোমার গলা টিপে,
আমি অনেক বেশি,
চাপ-তাপ সহ্য করতে পারি,
রূপেও আহ মরি,
তাই, সবাই পরে হারে আংটিতে,
তাতে, তোর এত জ্বালা কিসে?