কথার কথায় হারায় মনের ব্যথা
কথার কথায় হারায় মনের ব্যথা


আগুন পাখী ডানায় আগুন নিয়ে ঘোরে,
আগুন নিয়ে খেলা তার কাজ নয়।
অশ্রাব্য, অশ্লীলতায় ঢাকা সে কথা
যে কথায় সম্মানহানি হয়।
অসম্মানিত, ব্যথিত সে পাখি,
কূটনৈতিক ভাষা বলতে জানে না!
ক্ষুদ্র, অযাচিত করে রাখলেও
জনসমুদ্রে সে হারিয়ে যাবে না!
হারাতেই যদি হয়, হারাবে পাখি,
তার সরল, স্বচ্ছ মন খানি...
ভালবাসি-মন পুরুষের কাছে,
হৃদয়ে যার আছে সোনার খনি।
ততদিন সে শুধুই এক প্রতিবাদী কবিতা
নিঃশেষ হতে চায় ধুপের মত,
আছে বিশ্বাস, রয়েছে ধারে কাছেই
সে ভালবাসার মানুষ...অপেক্ষারত।।