করোনা যাওনা
করোনা যাওনা
এই কটাদিন পেয়েছি আমি পড়ার থেকে ছুটি,
মনভরে তাই পুতুলদের সাথে খাচ্ছি লুটোপুটি।
হয়েছে বন্ধ স্কুল, আসেনি পড়াতে বিকেলে দিদিমণি
মা বলেছে তবুও, 'এই ঘর থেকে এক পা বেরোবিনি'।
সবার কাছেই শুনছি শুধু পৃথিবীর হয়েছে অসুখ
না জানি কবে আবার দেখতে পাব বন্ধুদের মুখ।
মা তো বলে সারাদিন, এটা করোনা, ওটা করোনা
আমিও বলছি আজ, ও করোনা, তুমি এবার যাও না।
দিদির কাছে শুনছি গান, করছি আবার মারপিট
দিদি আমার বেস্টফ্রেন্ড, দিদি আমার সুপারহিট।
বাবাও এখন যায় না বাজার, রান্নাগুলো হচ্ছে পচা
কবে আবার পাব খেতে ফেভারিট সব মাছভাজা?
আমি বসেছি তুলি নিয়ে আঁকছি সুন্দর সব ছবি
ছবি আঁকতে লাগে ভালো, ওটাই আমার হবি।
তোমাদেরও বলছি আমি, এই কটাদিন থাকো ঘরে
তারপর আবার দেখা হলে গল্প যত করবে মনভরে।
