কালের ধুলির মতো
কালের ধুলির মতো


কেটে গেলো কতোকাল উন্মাতাল আলোর নগরে
উদ্ভাসিত ত্রিমোহনী ত্রিতরঙ্গে হাসে আর ভাসে
মোহন রাখাল এক পাল ছেড়ে একা খেলা করে
হিজল তমাল তলে এই গঞ্জে প্রেমের উচ্ছ্বাসে।
সময়ের খাল হয়ে বয়ে গেলো কতোটুকু শ্রম
ধূসর আঙ্গিনা জুড়ে থোকাথোকা অপ্রাপ্তির ফুল
পর্যটক পাখিগুলো অবশেষে বুঝে সেই ভ্রম
কেবল বুঝিনা আমি, এ কেমন তার চক্ষুশূল!
এইসব দিন আর নৃত্যকলা নানা অবক্ষয়ে
কালের ধুলির মতো উড়ে যায় শুধু বেখেয়ালে
তখন সে ক্লান্ত প্রাণ বলে উঠে আমি শিবালয়ে
একদা ছিলাম বটে। মাখামাখি জলজ শৈবালে
এখন নাচে না রাধা শশীলজ , অচেনা প্রান্তর
আহারে সোনার দেশ। প্রত্নতত্ত্ব রুদ্ধ তার স্বর।।