Avijit Roy

Classics


2  

Avijit Roy

Classics


কাজললতা, এক মেয়ে(

কাজললতা, এক মেয়ে(

1 min 579 1 min 579

সে এসেছিল সবার পরে,

কাজললতা সে এক মেয়ে,

এক বুুক মেঘ সাথে করে।

দুয়ার দিয়ে তখন সবাই গেছে চলে,

ছিল শুধু এক বাউল বসে।

খোঁপায় গোঁজা বনফুল কিছু,

ঘোমটায় ঢাকা নেড়ে,

বললে, " একটা পিরিতের গান গা লা মোর লাগে।"

প্রান ধাঁধা একতারায় সুরতুুুলে,

বাউল গাইলে সে দুলে,

কুয়াশা চোখে তার, জল নামলে বেয়ে

শরমের মাথা খেয়ে ঘোমটার বাহিরে

চেয়ে ছিল সে পশ্চিম আকাশে।

ভাঙা মেঘ ভেসে যায় ওর মরদের দেশে।

কাজললতা সে এক মেয়ে,

বললে, ' তু পিরিত কুরেছিস লা কখনও ?

বাউল সে গাইলে ঘর ভাঙা সুরে ।

ঝিনুক ফোটানো কানে , কাজললতা সে মেয়ে

উদাস হল মনে।

তর মরদের নতুুন ঘরে, পশ্চিম নদীর পাড়ে,

বাউরি সে এক মেয়ে, চুুল বাঁধে, ফর্সা গড়নে।

এপারে বিবাগী কাজললতা সে এক মেয়ে।

বাউল সে বললে, ' ঘর বাঁধবা আমার সনে ?'

কাজললতা সে মেয়ে লাল শরমেতে

উথালি পাথালি বুকে,

বললে, " পিরিতের গান গাবা মোর লাগে ?"


Rate this content
Log in

More bengali poem from Avijit Roy

Similar bengali poem from Classics