জলছবি
জলছবি


স্মৃতির সাম্রাজ্যে ছড়িয়ে আছে,
শৈল্পিক জলছাপের অবশিষ্টাংশ আলপনা,
মেঠো আলপথের খাঁজের কিনারায়,
নির্মল সমীরণের খড়কুটো আদরবাসা।
আদুরে ভালোবাসায় মশগুল চার বাই চার,
মায়াবী অভিসারে অবরুদ্ধ শস্য শ্যামলা প্রান্তর!
অনতিক্রম্য সিঁড়ি ভাঙ্গা অঙ্কের নকল প্রয়াস,
কোহিনূরকে ছুঁতে পারার স্মৃতি মেদুর দিবাস্বপ্ন!
স্বাধীন দিগন্তে কালো হাতছানির বর্ণমালা,
অজস্র রঙিন চুক্তি জলছবিতে সীমাবদ্ধ,
অবশেষে ছাইপাঁশ উচ্ছ্বাস অলীক অনুভব,
সাদা খাতায় ফর্সা নয়নাভিরাম জলছবি!