জীবনের সাত কাহন
জীবনের সাত কাহন
1 min
336
যখন আমি শিশু ছিলাম
ছিলাম আমি অবোধ
ধীরে ধীরে বড় হলাম
হলাম যে বালিকা
তার পরে হলাম কিশোরী
যেন প্রস্ফুটিত কলি
সময়ের স্রোতে
হলাম যুবতী
রুপে রঙ্গে সৌভাগ্যবতী
ঘর সংসারে পড়লাম ঢুকে
কত ভার নিয়ে বুকে
ধীরে ধীরে বার্ধক্য এসে গেল
আবার যেন শিশু পাল টে গেলাম
এমনিভাবে জীবনের সাত দশা
পেরোতে হবে
সব দশার ভাল মন্দ মানিয়ে নিয়ে
চলতে হবে
শোনো বন্ধু জীবনের সাত কাহন
লাগল কেমন বলো না তুমি ও মন !
