জীবনের রং
জীবনের রং




সাত রঙের মিলিত আলোয় জীবন আলোকময়,
মায়াবী আলোর রঙিন খেলায় জীবন মধুময়।
সাদা কালোর স্মৃতির ফাঁকে থাক না কিছু ক্ষণ ,
রংমশালের রঙিন আলো ভরাবে দুঃখের মন।
জীবনের রং পাঁচমেশালী, প্রাণে ভরপুর সদা,
ক্যানভাসময় তিমির ক্ষেত্র ,অন্তঃপুর সাদা।
জীবনচক্র শ্রুতিমধুর আর বিনিদ্র রাত জাগা,
রাত পাখিরা সজাগ আর রাত পরীরা হতভাগা।
হলুদ ,নীল ,সবুজ আর রংবেরঙের মশলা,
পদ হবে আহামরি যেন বৃষ্টি এক পশলা।
বৈচিত্রময় জীবন তরী বড়ই অদ্ভুত।
দুলতে দুলতে পার করে দেয় স্মৃতির পবন দূত।
আলোয় ফিরুক আবার তারা, জীবন ফিরুক ছন্দে,
জীবন আবার চলতে থাকুক পাঁচমেশালী ভালো মন্দে।