জীবনের নিয়ম
জীবনের নিয়ম
জীবনরূপী তটিনীর অদ্ভুত সব রীতি,
চলার পথে সবকিছুকেই আঁকড়ে ধরে স্মৃতি।
প্রতিটি বাঁকে কতো ঘটনার হয় যে সে সাক্ষী,
মানব, মীন, তরুদল আর বনের পশু পক্ষী।
জীবন সুরের প্রতিটি স্বর বধিরতার শ্রোতা,
একলা চলার একলা পথে বধির মানবতা।
বহমান স্মৃতির সিঁড়ি, অভাগা তরঙ্গিনী মূকা,
কালের নিয়ম নেত্রহীন, জীবন অয়ন বাঁকা।
চলতে থাকা চলার পথে নিয়ম ভাঙার খেলা,
খেলার ছলে চলমান কিছুদিনের মেলা।
মন্দ কিছু না দেখার চিরস্থায়ী শপথ,
সত্যি কিছু পাওয়ার পথে হোক না কিছু মহৎ।
মন্দ কিছু না শোনার অবিরাম প্রচেষ্টা,
সব কিছু ভালো করার অন্তিম শেষটা।
বলবো না আর মন্দ কিছু, বলবো সবই ভালো,
সত্যি কি জ্বলবে আলো , দূর হবে সব কালো!
তবুও আশার আলো জ্বালিয়ে রাখি মনে,
নতুন করে নতুনভাবে বাঁচবো প্রতি ক্ষণে।