হলুদ পাঞ্জাবি
হলুদ পাঞ্জাবি


ফেসবুকে ঘন ঘন হলুদ পাঞ্জাবি পরা আমার ছবি দেখে
আপনি বলতেই পারেন, দাদা, এ বার অন্য একটা পাঞ্জাবি পরুন…
আমিও লিখতে পারি---
আলমারি থেকে বের করে দেওয়ার তেমন কেউ নেই যে!
আসলে ওই পাঞ্জাবিটা আমার বড় পয়া…
যে দিন ওটা পরে গিয়েছিলাম
সে দিনই তিনি আমাকে প্রথম ‘হ্যালো’ বলেছিলেন
তপন থিয়েটারে আমার গণ সংবর্ধনার দিন
ওই হলুদ পাঞ্জাবিটা পরেছিলাম দেখেই
উনি আমার পাশের সিটে এসে বসেছিলেন
ওই হলুদ পাঞ্জাবিটা পরেছিলাম বলেই
ফেসবুক খুলতেই দেখি তাঁর প্রথম লাইক
এখন আমার দৃঢ় বিশ্বাস
ওই হলুদ পাঞ্জাবিটা পরে থাকলে
শুধু আনন্দ নয়, জ্ঞানপীঠ নয়, নোবেল পুরস্কারও নয়
তার চেয়েও তার চেয়েও তার চেয়েও
অনেক বড় পুরস্কার আমি অনায়াসে পেয়ে যেতে পারি
উনি নিজে থেকেই হয়তো কাছে এসে বলতে পারেন---
কেমন আছেন? ভাল তো?