হাতে সময় নেই
হাতে সময় নেই

1 min

1.6K
ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলে মেনে নাও ,
হাতে সময় নেই...
যেটুকু আশা মনে সেইটুকু নিয়ে তুমি বেঁচে রও ,
আর সময় নেই...
ধীরে ধীরে প্রতিমুহূর্তেরা ঘিরে ধরবে যে আবার,
নিয়তির হাতে সব ছেড়ে বসনা ,
না হলে পাবেনা কোন কিছু যা ছিল চাওয়ার।
মহাজটিলের গ্লানি থেকে সরলের মোক্ষ খুঁজে নাও ,
হাতে সময় নেই...
তিলে তিলে গজায় পাতা , তবু তারা ঝরে আবার,
একফালি রুপোর রেখা ধরে চলো ;
একে একে মিলবে যা ছিল চাওয়ার।
সাদাকে সাদা আর কালোকে কালো বলে মেনে নাও,
হাতে সময় নেই...
ঘুম থেকে উঠে পড়ো , পথ ঐ ডাকছে শুনে নাও,
আর সময় নেই।