হাসাটা জরুরী
হাসাটা জরুরী


দায়িত্বশীল মানব মোরা, আদম ইভের বংশধর,
ভাবগতি ঠিক এমন যেন আমরা জগৎ অধিশ্বর।
নিয়ম মেনে নিয়ম ভেঙে আমরা করি দাপাদাপি,
বিশ্বভরা প্রাণীজাতির আমরাই সেরা অধিপতি।
কর্তব্য আর কর্মের বাণী নিত্য শোনাই অবিরত,
ভুল ত্রুটি সব খুঁজতে জানি একেবারে সূঁচের মতো।
দিনের শেষে নিজের দেশে আমরা করি মারামারি,
সম্পত্তি হস্তান্তরে আমরা দেখায় বাহাদুরি।
আমিত্বের অমরত্বে আমরা বাঁচি অহরহ,
জীবনসম অর্থের আমরা শুধুই আজ্ঞাবহ!
প্রশংসার সূরা পানে ব্যস্ত থাকি অবিরাম,
সুখের দেশ খুঁজতে গিয়ে দুঃখ মাখি নেই বিরাম।
মিথ্যে হলেও ভালোবাসা চায় ,একটু হলেও প্রেম,
মিশতে হবে সবার সাথে হোকনা সাহেব মেম।
মানুষ হলে সবার প্রতি হাত বাড়ানোটা দরকারি,
মানুষ হলে হাসাটা আর ভালোবাসাটা জরুরী।