STORYMIRROR

Uttam Mukhopadhyay

Others Children

3  

Uttam Mukhopadhyay

Others Children

ঘাসফুল

ঘাসফুল

1 min
296

কতোই বা হবে তার বয়স ,

বছর তিনেক অথবা কিছু কম বেশি ;

দুটি ছোট ছোট হাতের মুঠোয়

কটা ঘাসফুল নিয়ে 

আমার দিকে বাড়িয়েছিল তার হাত তখন ;

আদো আদো কথায় বলেছিল ,

---তোমার চাই ?


এটাও জানেনা সে ,

ক্রন্দনরত মা তার

বারেবারে জ্ঞান হারায় ঘরের দুয়ারে ;

সহযাত্রী সব দাহ করে স্বামীকে তার

হয়তো বা আসবে ফিরে

এখনই ঘরে ।


নতজানু আমি ,

দুই হাত মেলে দিই তারই দিকে ;

বলে উঠি দেবশিশুটিরে ,

আমি যে চাই শুধু তোকে ।



Rate this content
Log in