এসেছে সকাল ভোর
এসেছে সকাল ভোর
1 min
388
রাত এখন অনেক হলো
চলো চলো শুয়ে পড়ো
আগামী দিনের জন্য শক্তি ধরো
ওঠো দেখো এসেছে সকাল ভোর
ফেলে দাও স্বপ্নে সাজানো ঘর
সূর্যের আভায় সব করছে ঝলমল
দেখো দেখো সরোবরে ফুটেছে কমল
এত আলো ওরে এত মে ভালোবাসা
বুক ভরা কত শত আলো আশা
দেখায় জীবনে কত রে নতুন দিশা ।।
