এই শীত
এই শীত


এই শীত যেন আমাদের ছেড়ে না যায় কোনও দিন।
শীত এলে শুধু লেপের তলার উষ্ণতাই ওকে আগলে রাখে না
সামলানোর জন্য লাগে আমাকেও
ঝুল-বারান্দায় গুটিগুটি পায়ে এসে দরজায় টোকা মারলেও
'ওঠো, এই তো আমি এসেছি' বারবার বললেও
ও আমাকেই জড়িয়ে শুয়ে থাকে।
এই শীত যেন আনাদের ছেড়ে না যায় কখনও।
এই শীতই আমাদের দু'জনকে এত কাছাকাছি নিয়ে আসে
এত কাছাকাছি যে---
আমাদের মন না হলেও, দেহ দুটি যে আলাদা
সেটাও ভুলে যাই।
এই শীত যেন আমাদের ছেড়ে না যায় এক পলকের জন্যও
যদি যায়
যেন জানতে পারি আগে
তা হলে পাড়ি দেব হিম শীতল ঘুমের দেশে।
এই শীত যেন আমাদের ছেড়ে না যায় ভুল করেও দু'পা দূরে।