দ্রোহের অনলে
দ্রোহের অনলে

1 min

497
দ্রোহের অনলে দগ্ধ মানুষ,
দিবাস্বপ্ন অহর্নিশ হচ্ছে ফানুস।
জঠরে সমবেত অলীক কল্পনা,
অনিবার্য সিক্ততায় বিলীন চেতনা!
টুপটাপ ঝরছে উষ্ণ বৃষ্টি,
অমোঘ নেশায় উন্মুখ দৃষ্টি।
উন্মুক্ত মন রঙিন কামনায়,
বন্ধনের ফাঁস আলগা বাসায়।